ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগাতিপাড়ায় ফ্রি অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন
নাটোর প্রতিনিধি
বাগাতিপাড়ায় ফ্রি অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন।

করোনাভাইরাস আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য ফ্রি অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়ার সদর ইউনিয়নের নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় মাঠে এই পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল। আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুজ্জামান, ওসি সিরাজুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান মজিবর রহমান।

পর্যায়ক্রমে বাকি চারটি ইউনিয়নেও ফ্রি অ্যান্টিজেন টেস্ট করা হবে বলে জানা যায়। নমুনা সংগ্রহ করছেন মেডিকেল এমটি ল্যাব রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবী এমটি ল্যাব টুম্পা ঘোষ। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মোট ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, বাগাতিপাড়া হাসপাতালে নমুনা পরীক্ষায় গত এক সপ্তাহে ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর