ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কর্মসূচি হিসেবে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর আল নাসিফ, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রতি বছরই পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বৃক্ষরোপণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তিনটি করে গাছের চারা লাগানোর নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার কর্মী হিসেবে প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হবে, যা আজ থেকে শুরু করা হলো।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর