ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুন্দরবনের বন্য শূকর লোকালয়ে, শরণখোলা রেঞ্জে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি
লোকালয় থেকে উদ্ধার হওয়া সেই শূকর।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর কদমতলা গ্রামের বলেশ্বর নদীর পাড় থেকে একটি বন্য শূকর উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে গ্রামবাসী শূকরটি ধরে বন বিভাগের হাতে তুলে দেন। দুপুরে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে শূকরটি অবমুক্ত করা হয়।

বাগেরগাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আব্দুল মান্নান জানান, শরণখোলা উপজেলা সদরের কাছে উত্তর কদমতলা গ্রামের বলেশ্বর নদীর পাড়ে হারুণ মুন্সির বাড়ির পেছনের মাঠ থেকে স্থানীয়রা এই বন্য শূকরটি আটক করে।

পরে শূকরটি উদ্ধার করে দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। পুরুষ প্রজাতির এই শূকরটির বয়স প্রায় এক বছর হবে। সুন্দরবন থেকে শূকরটি কিভাবে লোকালয়ে গেল, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর