ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে’
দিনাজপুর প্রতিনিধি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা কেউ রাজাকারী করেছে এমন কোন ইতিহাস নেই। বরং প্রত্যেকেই মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনের সাহসী ভূমিকা পালন করেছেন। পর্যাক্রমে তাদের রক্ত সকল আন্দোলনকে সমৃদ্ধ করেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে শুরু করে পাকিস্থান হটাও আন্দোলন পর্যন্ত আদিবাসীরা এই সংগ্রামকে পূর্ণাঙ্গতা প্রদান করেছে। মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা জাতির কাছে অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। 

বুধবার ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে কাহারোলের কান্তনগর মোড়ের তেভাগা চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষণা কেন্দ্রের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

স্বাস্থ্যবিধি মেনে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষনা কেন্দ্রের সভাপতি নারায়ন মার্ডি ও সাধারণ সম্পাদক নাসারুল ইসলাম, কাহারোল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রবীন মার্ডি, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী প্রমুখ।

বিডি প্রতিদিন/আল আমীন 



এই পাতার আরো খবর