ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মনোহরগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২২ জনকে জরিমানা
লাকসাম প্রতিনিধি
লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর লকডাউন চলছে। মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।

লকডাউনের তৃতীয় দিন শনিবার ও চতুর্থ দিন রবিবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।

এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শনিবার ১৬ জনকে সর্বমোট ৮ হাজার ৯০০ টাকা এবং রবিবার ছয়জনকে সর্বমোট ৪ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর