ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইলে করোনা চিকিৎসায় বিএনপির হেল্প সেন্টার উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে করোনা চিকিৎসায় বিএনপির হেল্প সেন্টার উদ্বোধন।

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপি কর্তৃক পরিচালিত হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধানে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ আলম মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল।

আরও উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজর সাবেক ভিপি আউঙ্গজেব তুষার, জেলা উলাম দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবিদ হাসান ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেনসহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর