টাঙ্গাইলে করোনায় আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপি কর্তৃক পরিচালিত হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধানে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ আলম মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল।
আরও উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজর সাবেক ভিপি আউঙ্গজেব তুষার, জেলা উলাম দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবিদ হাসান ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেনসহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই