ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলবাড়ীতে পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস এলাকার হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সুবর্ণা (৬) এবং সে ওই গ্রামের সুবল চন্দ্র রায়ের মেয়ে।

এনিয়ে গত দুইদিনে ফুলবাড়ীতে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হলো। 

এলাকাবাসীরা জানান, শিশুটি সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পাড়ের দিকে যায়। এসময় সে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ  দেখতে পায়। শেষে তার স্বজনরা পুকুর থেকে লাশ উদ্ধার করে। 

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর