ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের তিনদিন পরেও কোন আসামি গ্রেফতার হয়নি। তাই প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের গেটে উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজু’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের ৩ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা দ্রুত প্রধান আসামি কাঞ্চন এবং তার সহযোগী ইমরান ও নাহিদসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুলফিকার রহমান রাসেল প্রমুখ।

প্রসঙ্গত, আশিকুর রহমান রকিকে ১১ জুলাই শহরের পূর্বপাড়ার একদল দুর্বৃত্ত ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার ১২ জুলাই বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় কাঞ্চনকে প্রধান আসামি এবং ৩ জনের নামসহ আরও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর