ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাসিরনগরে ভিজিএফ’র চাল বিতরণ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নাসিরনগরে ভিজিএফ’র চাল বিতরণ শুরু।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। ১৭ হাজার ৫৯৯ জন অসহায় ও দুস্থদের মধ্যে ১০ কেজি করে ১৭৫.৯৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অসহায়-দুস্থদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার পোদ্দার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. ছোয়াব আহমেদ হৃতুল চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় গোর্কণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, সাব ইন্সপেক্টর আরিফুর রহমান সরকার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুস সামাদ, মো. বাচ্চু মিয়া, ইউপি সদস্যরা ও ইউপি সচিব উপস্থিত ছিলেন। এবার গোর্কণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৭৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর