ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে নদীতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে নদীতে পড়ে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার চিতাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম শ্রাবণী।

নিখোঁজ শিশু উপজেলার চতুল গ্রামের বাসিন্দা বাবলু কাজীর মেয়ে শ্রাবণী। সে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শ্রাবণী তার বান্ধবীর সঙ্গে চন্দনা-বারাশিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুনবহা গ্রামে খালার বাড়ি যাচ্ছিল। এসময় নদীর পানিতে পড়ে যায় সে। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর সন্ধান না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের খবর দেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার আব্দুস সত্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে ঢাকায় ডুবুরি দলের সাহায্য চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ডুবুরি দল বোয়ালমারীর উদ্দেশে রওনা করেছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর