ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে ১৫ মামলার আসামিসহ ৩ ডাকাত গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
গ্রেফতার ৩ ডাকাত।

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ মামলার এক চিহ্নিত আসামিসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের ফরিদপুর জেলা আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মনির সিকদার (৪২), মো. শফিকুল আলী (৩২) ও হাসান শেখ (৩২)।   থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের রহমান সিকদারের ছেলে মনির সিকদার গত ৮ জুন দায়ের করা এক ডাকাতি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী গুনবহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১৫টি মামলা রয়েছে।

মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডাকাতি মামলার আরেক আসামি নাটোর জেলার ছাতনি গ্রামের শুকুর আলীর ছেলে মো. শফিকুল আলীকে ঢাকার আশুলিয়া থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল। এছাড়া মনির সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অপর এক মামলার আসামি পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কাওছার শেখের ছেলে হাসান শেখকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক তিনজনকেই শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর