ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রায়পুরে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার বিকেলে রায়পুর পৌরসভা চত্বরে গাছের চারা রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ।

এসময় পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের হাতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর