ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাঙামাটিতে বন্যহাতির পদদলিত হয়ে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির পদদলিত হয়ে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহতের নাম-ভান্তে আজ্ঞাধাম্মা থের (৫৮)। তিনি কাপ্তাই তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

সোমবার সকালে কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। 

কাপ্তাই কারিগর পাড়ায় স্থানীয় কার্বারি (গ্রাম প্রধান) উথোয়াই প্রু মারমা বলেন, বৌদ্ধ ভিক্ষু পূজা শেষ করে বিহার থেকে বের হয়ে কিছু দূর যেতেই বন্যহাতির পালের মুখে পড়ে। এসময় হাতির দল উত্তেজিত হয়ে হামলা করে ভিক্ষুকে। সুর দিয়ে আচড়িয়ে আঘাত করে হাতির দল। পরে পদদলিত করে ভিক্ষুককে মেরে জঙ্গলে চলে যায় হাতির দল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের মানুষ। কিন্তু তার আগেই মৃত্যু হয় বৌদ্ধ ভিক্ষুর। পরে তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, হাতির হামলায় নিহত ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর