ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, আমাদের প্রিয় নেত্রী গণমানুষের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, এই করোনাকালীন সময়ে একটি মানুষও যেন না খেয়ে মারা না যায়। দলীয় নেতাকর্মীদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছন। ইতিমধ্যে আবারও নতুন করে ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিকসহ কর্মহীন অসহায় মানুষের জন্য। আওয়ামী লীগই একমাত্র সংগঠন যারা গণমানুষের কল্যাণের রাজনীতি করে। আর বিএনপি এই সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনার মধ্য দিয়ে মহামারি নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন।

এসএম কামাল হোসেন সোমবার সকাল ১০টায় বগুড়া শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজ চত্বরে করোনাকালীন সময়ে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ প্রমুখ।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর