ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
অনলাইন ডেস্ক

অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) ১৪৪ ধারা জারি করা হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এ আদেশ জারি করেন।

মঙ্গলবার (২০ জুলাই) রাত সোয়া ১০টার ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জারিকৃত চিঠি থেকে জানা যায়, জেলার ঘাটাইল উপজেলার ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এ দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। দুই গ্রামের বিরোধের কারণে ঈদুল আজাহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।

আদেশে ঈদগাঁহ মাঠের ৪০০ গজের মাধ্যে সব প্রকার সভা, সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, লাঠিসোটা বহন, মাইক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর