ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চরভদ্রাসনে নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
চরভদ্রাসনে নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা।

ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও নির্বাহী হাকিম (সমগ্র বাংলাদেশ) ইমদাদুল হক তালুকদার।

এসময় তার সাথে ছিলেন নৌ-যান পরিদর্শক মো. হাবিবুর রহমান, র‌্যাব-১১ এর ডিএডি মো. এরশাদুল হক, র‌্যাব-৮ এর ডিএডি মো. ইসরাইল আমীন, মাওয়া কোস্টগার্ডের মো. রফিক, নৌ-পুলিশ সিএন্ডবি ঘাটের উপ-পরিদর্শক রুহুল আমীন ও সংশ্লিষ্ট বাহিনীর ফোর্স।

জানা যায়, অতিরিক্ত পণ্য পরিবহন, নৌ-যানের রেজিস্ট্রেশন না থাকা, নাবিক স্বল্পতাসহ বিভিন্ন অপরাধ ও টোলচার্ট না থাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব জরিমানা আদায় করা হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর