ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৫
গাইবান্ধা প্রতিনিধি
মেহেদী হাসান সোহাগ ও তৌফিকুজ্জামান সৈকত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরে বিষাক্ত মদ পান করায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দুপুর এবং বৃহস্পতিবার রাতে তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন-উপজেলার চকগোবিন্দ পাঠানপাড়ার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২) ও চকগোবিন্দ ঝিলপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে তৌফিকুজ্জামান সৈকত (৩০)।

অসুস্থ ব্যক্তিরা হলেন-রানা, বাধন সরকার, বাপ্পী, রানা মিয়া ও অভি। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, মেহেদী ও সৈকত বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে নিয়ে মদ পান করেন। এর কয়েক ঘণ্টা পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তৌফিকুজ্জামান সৈকতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে, শুক্রবার দুপুরের দিকে বগুড়ায় হাসপাতালে মেহেদী হাসান সোহাগ মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, সোহাগ, সৈকত ও রানা নামে ৩ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া ও রংপুরে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মৃত ও অসুস্থদের পরিবারগুলো ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর