ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁদপুরে পুনাকের ত্রাণ বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পুনাকের ত্রাণ বিতরণ

চাঁদপুরে করোনাকালে তৃতীয় লিঙ্গ, বেদে, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দু’শতাধিক পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আজ বুধবার সকালে সদর মডেল থানায় ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।

তিনি বলেন, করোনাকালে অসহায়, কর্মহীন মানুষের মাঝে পুনাক নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা দিয়ে আসছে। আমরা তৃতীয় লিঙ্গ, বেদে, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দু’শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্য সহায়তা প্রদান করছি। আগামীতেও পুনাক অসহায় মানুষের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুনাক জেলা শাখার সহ-সভানেত্রী পূজা দাস, কোষাধ্যক্ষ ঈশান ইভা, চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশীদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পুলিশ লাইনস’র আরআই মো. জলিল উদ্দিনসহ পুনাকের সদস্যরা।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর