ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ
কালিয়াকৈর প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্টের হাইওয়ে পুলিশ তৎপর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ শুক্রবার সকাল থেকে সরকারের কঠোর লকডাউনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুইটি চেকপোস্টের হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার খারাজোড়া ও চন্দ্রা এলাকার দুইটি চেকপোস্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও চেকপোস্টের যাত্রীদের পুলিশের জেরার মুখোমুখি হতে হয়। যুক্তিগত কারণ ব্যতীত ঢাকার দিকে ব্যক্তিগত গাড়ি ঢুকতে অনুমতি দেওয়া হচ্ছে না। অসুস্থ রোগী বা যুক্তিগত কারণ দেখাতে পারলে গাড়ি অনুমতি দেওয়া হচ্ছে। তবে পরিবহন কম থাকায় অনেকে গন্তব্যস্থলে হেঁটে যাচ্ছে।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, 'গত ২৪ ঘণ্টায় আমাদের চেকপোস্টগুলো তৎপর রয়েছে। সরকারের কঠোর লকডাউনে আমরা বদ্ধপরিকর। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর