ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর্মস্থলের দিকে ছুটছে মানুষ
মানিকগঞ্জ প্রতিনিধি

রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণায় লোকজন ছুটছে কর্মস্থলের দিকে। শনিবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে কর্মমুখী মানুষের ঢল নেমেছে। এ দুই নৌরুটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে চলাচল। 

অন্যদিকে, ঢাকা আরিচা মহাসড়কে মানুষের বাড়তি চাপ দেখা যায়। যাত্রীবাহী পরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত টাকা ব্যায় করে ট্রাক, সিএনজি, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ যে যেভাবে পারছে কর্মস্থলের দিকে ছুটছে। গাগাগাদি করে চলফেরায় বাড়ছে করোনা ঝুঁকি। লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন রয়েছে কঠোর অবস্তানে। তারপরেও পুলিশের চোক ফাঁকি দিয়ে ছোট যানবাহনসহ মানুষ বেপোরোয়াভাবে চলাচল করছে।

মহাসড়কে পায়ে হেঁটেও অনেকে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। চরম ভোগান্তিতে পড়েছেন পথযাত্রীরা। মাঝে মধ্যে বৃষ্টি এসে তাদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

পোশাক শিল্প কারখানায় চাকুরি করেন পাবনার লিয়াকত ও সালমা জানান, কাল অফিস খোলা। যেতে না পারলে চাকুরি থাকবে না। নদী পার হয়ে আরিচা থেকে মানিকগঞ্জ আসতে চারশ' টাকা করে খরচ হয়েছে। গাজিপুর যেতে কত খরচ হবে জানি না।    

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর