ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হালুয়াঘাটে মাছ রক্ষায় অবৈধ জাল ধ্বংস
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
হালুয়াঘাটে মাছ রক্ষায় অবৈধ জাল ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারিভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির অসাধু মৎস্য শিকারীরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিলেন।

সোমবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমানের নেতৃত্বে জামবিল ও নাগলা এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযান শেষে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান বলেন, জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত অভিযানেই জালগুলো জব্দ করা হয়। প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর