ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ, পারাপারের অপেক্ষায় কয়েকশ যানবাহন
মাদারীপুর প্রতিনিধি
বাংলাবাজার নৌরুটে যাত্রী চাপ।

বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকায় ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। শনিবার সকালেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেশি ঘাটে।

দুই পাড়ে ব্যক্তিগত ও পণ্যবাহী মিলিয়ে ৮ শতাধিক ট্রাক পদ্মা পারাপারের অপেক্ষায় আছে। অন্যদিকে, লঞ্চে চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ বেড়েছে। বাংলাবাজার ঘাটের প্রতিটি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের ঢল। ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদিতে আজও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার ভজন সাহা বলেন, নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং মোটরসাইকেলের চাপ রয়েছে ফেরিগুলোতে। পদ্মায় তীব্র স্রোতে নৌরুটে ফেরি চলাচলে বেশি সময় আর ঘাটে থাকা যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর