ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘরে জুয়ার আসর, ১০ জুয়াড়ি আটক
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে রাতের আধারে নিজ বসতঘরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে বিরামপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের ঢেলুপাড়া মহল্লার ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাদের আটক করা হয়। সোমবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যেমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই ঢেলুপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল আজাদ (৬০), জয়েন উদ্দিনের ছেলে জনাব আলী (৫৫), আব্দুল লতিফের ছেলে জনাব আলী (৫০), কায়েম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৪৫), মকবুল হোসেনের ছেলে আবু রায়হান (৩২), নজমল হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫), রহম আলীর ছেলে মজনু মিয়া (৪০), আব্দুর সাত্তার হোসেনের ছেলে পল্লব মিয়া (৫০), আইজ উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৫০), মশিউর রহমানের ছেলে সাধন মন্ডল (৩৫)। আটককৃরা সবাই ঢেলুপাড়াগ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের বসত ঘরে গভীর রাতে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জুয়া খেলার সময় ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়। রাতেই তাদের নামে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর