ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি
সাতক্ষীরা প্রতিনিধি
ফাইল ছবি

দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ৬ ট্রাক কাঁচা মরিচ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বন্দর এলাকায় দেশের অভ্যন্তরে এই কাঁচা মরিচ বিক্রি হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা মরিচের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মরে গেছে। যে কারণে সাতক্ষীরাসহ দেশের অভ্যন্তরীণ বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে মঙ্গলবার ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির প্রথম দিনে দুপুর ২টার দিকে ৬ ট্রাক কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচা মরিচ রয়েছে। বন্দর এলাকায় আমদানি করা কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে দেশীয় কাঁচা মরিচ বাজারে প্রতি কেজি পাইকরি বিক্রি হচ্ছে ১২০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। পাঁচদিন আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-৯৫ টাকায়। বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন প্রতি কেজিতে ২৫-৩০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে আমদানি শুরু হলে দেশীয় কাঁচা মরিচ বিক্রি কমে যাবে।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, দুপুর পর্যন্ত ৬ ট্রাক কাঁচা মরিচ ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করে। আমদানি শুরু হয়েছে। দিন শেষে জানা যাবে কত ট্রাক কাঁচা মরিচ আমদানি হলো।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর