ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজদিখানে মসজিদের রাস্তা করে দিলেন স্থানীয় ইউপি মেম্বার
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেব আলী হাজীর বাড়ি থেকে বেপারী বাড়ির জামে মসজিদ পর্যন্ত ইটের সলিং-এর রাস্তা করে দিলেন ওয়ার্ডের ইউপি মেম্বার আমজাদ হোসেন। তিনটি গ্রামের প্রায় চার হাজার মানুষের চলাচলের রাস্তাটি ৮০০ ফুট দৈর্ঘ্য ও পাশে ১০ ফুট রাস্তার নির্মাণ করতে ব্যয় খরচ হবে ৩ লাখ টাকা।

যার মধ্যে বালুচর ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বাকি আড়াই লাখ টাকার মধ্যে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন তার ছয় মাসের সম্মানী ভাতাসহ তার পারিবারিক অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দিচ্ছেন বলে জানান স্থানীয় এলাকাবাসী।

ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তাটির অভাবে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হতেন। এছাড়া মসজিদে নামাজে আসতে মুসল্লিদের সমস্যা হতো। সবকিছু বিবেচনায় রাস্তাটি করে দিলে অনেক মানুষ উপকৃত হবেন। তাই সরকারি কিছু অনুদানসহ আমি নিজে ও আমার পরিবারের অর্থায়নে রাস্তাটি করার সিদ্ধান্ত নিয়ে রাস্তা করে দিচ্ছি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর