ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাওরে বাড়ছে পানি, তলিয়ে গেছে রোপা আমন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তলিয়ে যাওয়া রোপা আমন চাষাবাদ

অনুকূল আবহাওয়া, কম বৃষ্টিপাত এবং সেচের সুবিধা থাকায় এবার মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর পারের কৃষকরা রোপা আমনের বিপ্লব ঘটিয়েছেন। অনেক স্থানে রোপণকৃত রোপা আমন সবুজে পরিপূর্ণতা অর্জন করেছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে হাওরে পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যাচ্ছে কৃষকের রোপনকৃত রোপা আমন। পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এভাবে পানি বাড়তে থাকলে রোপা আমন নিয়ে শঙ্কায় রয়েছেন হাওর পারের কৃষকরা।

রাজনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃষ্টিপাত না হওয়ায় এ বছর কৃষকরা পর্যাপ্ত পরিমাণে আউশ চাষাবাদ করতে পারেননি। তবে রোপা আমন আবাদের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ১০০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর হাওর অঞ্চলের এক ফসলি বোরো জমিতে রোপা আমন অনেক বেশি চাষাবাদ হয়েছে। এতে করে বৃদ্ধি পাচ্ছে রোপা আমনের চাষাবাদ। 

রাজনগর উপজেলার শশ্যসুতা গ্রামের শংকর ভট্ট বলেন, পানি বৃদ্ধি পেয়ে আমাদের ক্ষেত তলিয়ে যাচ্ছে। এ কয়েক দিনে আমার প্রায় ৩ বিঘা জায়গা পানির নিচে চলে গেছে। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। কুবজার গ্রামের বাবুল ও আব্দুল গফুরসহ অনেকেই বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের এলাকায় রোপা আমন চাষাবাদ হয়েছে বেশি। এখন পানি বৃদ্ধি পেয়ে অনেক ক্ষেত তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেলে আমাদের সব ক্ষেত তলিয়ে যাবে।

রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফফাত আরা ইসলাম বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর হাওরাঞ্চলে রোপা আমন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বৃষ্টির কারণে হাওরে কিছু পানি বাড়ছে। হাওরের পানি নিষ্কাশনের জন্য পাম্প রয়েছে। পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে কৃষকের রোপণকৃত ধান রক্ষা করা হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর