ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৪০ দিন পর খুলছে পর্যটন স্পট
লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার
খুলছে বন্ধ থাকা পর্যটন স্পটগুলো।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বন্ধ থাকা পর্যটন স্পটগুলো ১৪০ দিন পর বৃহস্পতিবার থেকে খোলার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এই ঘোষণার পরপরই দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে মৌলভীবাজারের বিনোদন কেন্দ্রগুলো।

এদিকে, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পর্যটন সেবাদানকারী সকল প্রতিষ্ঠান। লকডাউনে বন্ধ থাকার পর আর্থিক বিপর্যয় কাটিয়ে ওঠাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। হোটেল-রিসোর্ট মালিকদের সংগঠন পর্যটন সেবা সংস্থার দাবি, করোনাকালে লকডাউনে শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্ট ব্যবসায় প্রায় আড়ই শ কোটি টাকা লোকসান হয়েছে।

দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে-লাউয়াছড়া জাতীয় উদ্যান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর, মাধবপুর লেইক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, বধ্যভূমি ৭১, সাত লেয়ারের চা, বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাইক্কাবিল, হাইল হাওর, মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, কমলা রাণীর দীঘি ও জলের গ্রাম অন্তেহরী ইত্যাদি।

শ্রীমঙ্গল কলেজ রোডে গ্রীন লীফ গেস্ট হাউজের মালিক এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাস সুমনসহ একাধিক ব্যবসায়ী জানান, আমরা ব্যক্তিগত উদ্যোগে রিসোর্ট-কটেজ গড়ে তুলেছি। সরকার সেখান থেকে অনেক রাজস্ব পাচ্ছে। কিন্তু করোনার সময় আমরা কোনো সহযোগিতা পাইনি।

লাউয়াছড়া বিট কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, পর্যটকদের জন্য আমারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যারা পর্যটকদের গাইড দিতেন, অনেকেই চলে গেছে তাদের ফের নিয়ে আসা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা জানান, পর্যটকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে গুরুত্ব সহকারে পর্যটকদের স্বাস্থ্যবিধির বিষয়টা দেখেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর