ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

‘পদ-পদবির আশায় রাজনীতি করা নেতাকর্মীর আওয়ামী লীগে প্রয়োজন নেই’
জামালপুর প্রতিনিধি
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, শুধু দলীয় পদ-পদবি পাওয়ার আশায় চাটুকারিতার আশ্রয় নিয়ে যারা রাজনীতি করেন, তাদের মতো নেতাকর্মী আওয়ামী লীগে প্রয়োজন নেই। যারা সত্যিকার অর্থেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখছেন, আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, যারা মানুষের কল্যাণে নিজেকে উজার করে দেন, শুধু তারাই আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবেন।

সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।   মির্জা আজম বলেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছে, যার ফলে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মাইল ফলকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াতের লোকজন নামসর্বস্ব সংগঠনে লীগ জুড়ে দিয়ে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ এবং সরকারকে বদনাম করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব নামসর্বস্ব সংগঠন বিষয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকতে হবে।

জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর