ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে বাস থেকে উদ্ধারকরা ৩৫টি কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় খুলনাগামী একটি বিআরটিসি বাস থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কোতয়ালী থানা থেকে ওই কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে খুলনাগামী বিআরটিসির একটি বাসে তল্লাশী করে একটি চটের ব্যাগের মধ্যে রক্ষিত ৩৫টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ। কচ্ছপের মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

আজ শনিবার দুপুরে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়ার উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তাদের কাছে ওই কচ্ছপগুলো হস্তান্তর করা হয়। কচ্ছপ পরিপক্ক না হওয়া পর্যন্ত সেগুলো কিছুদিন লালন পালন করার কথা জানিয়েছে বন বিভাগ। পরে সেগুলো মুক্ত জলাশয়ে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তারা। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর