ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ।

রাঙামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে বাঘাইছড়ি উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়িতে পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের আস্তানায় অভিযান চালায় বাঘাইহাট জোনের সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করলে সশস্ত্র সন্ত্রসীরা গুলি চালায়। এসময় পাল্টা জবাবে সেনা সদস্যরাও গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ০২ একে-৪৭, ০২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানানো হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর