ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জের ১৪ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু
মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জের ১৪ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার বেলা আটটা থেকে উপজেলার ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এখানে দুটি ইউনিয়নের ভোট স্থগিত থাকায় ১৪টিতে ভোট নেওয়া হচ্ছে। মোট ১ লাখ ৭৩ হাজার ৭৩৩ জন ভোটার রয়েছেন। 

১৪ ইউনিয়নে চেয়চারম্যান পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল ইউনিয়নেই নৌকার প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে আছেন দলটির একাধিক বিদ্রোহী প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১৮৪ জন ও সাধারণ মেম্বার পদে ৫৬৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। 

কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাবের, স্ট্রাইকিং ফোর্স ও ৫টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিম নিযুক্ত রয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানিয়েছেন।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর