ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুর পৌর শহরকে ময়লামুক্ত রাখার দাবি
ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরকে ময়লা ও আবর্জনামুক্ত রাখার দাবি জানিয়েছেন নাগরিকরা। সরেজমিন ঘুরে দেখা যায়, ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর সংলগ্ন সৈয়দ মার্কেটের নিচে, হাজী মহসিন মার্কেটের নিচে, ফুলপুর ব্র্যাক ব্যাংকের নিচে, আঞ্জুমান সুপার মার্কেটের সামনে, পুরাতন ডাকবাংলা রোডে ও পৌর শহরের বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ। এমনকি ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরের এরিয়ার ভিতরেও রয়েছে ময়লা। সৈয়দ কামরুল ইসলাম ও চান মিয়াসহ অনেকেই এসব ময়লা পরিস্কার করতঃ শহরকে পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন।

ফুলপুর ক্লিন সোসাইটি নেতা লাবিব নাহাদি রাহাত বলেন, করোনায় সব উল্টাপাল্টা হয়ে গেছে। শহর পরিচ্ছন্নতা কাজে আমরা আবারো মনোযোগ দিবো। ময়লা-আবর্জনা বিষয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, শহরকে পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে থাকলে মশা-মাছি উৎপন্ন হওয়াসহ পানিবাহিত রোগ হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র শশধর সেন বলেন, গত কদিন ধরে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তবে এখন একটু ভালোর দিকে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর