ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামের ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস অনুষ্ঠানের উদ্যোক্তাদের আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পর আগামী তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পানাউল্ল্যা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএস’র প্রতিনিধি আরিফ-উজ-জামান ও ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রুবেল প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর