ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুবদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি

শোভন কাজ এবং যুবদের অর্থনৈতিক সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সাংবাদিক আনিছুর রহিম। 

মানববন্ধনে বক্তব্য রাখেন হেড সংস্থার হির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ফিল্ড অফিসার আরিজা আখি, তরিকুল ইসলাম, তামান্না তানজিম, ফারহানা ইসলাম, সাদিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজির ১৭টি লক্ষের  মধ্যে ৮ নং লক্ষ্য সবার জন্য শোভন কাজ নিশ্চিত করার কথা থাকলেও সেটি কেউ মানছেন না। শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কেও সচেতন না। এটি নিশ্চিত করতে শ্রমিক ও মালিকপক্ষকে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এটি বাস্তবায়ন ক্ষেত্রে শ্রমিক, মালিক, আইন প্রয়োকারী সংস্থার সমন্বয় ঘটিয়ে শ্রমিকের অধিকার ও শোভন কাজের প্রতিফলন ঘটনাতে হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর