ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সীমিত পরিসরে চলছে ফেরি
মুন্সীগঞ্জ প্রতিনিধি

কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনা ও তীব্র স্রোতের কারণে টানা ৪৮ দিন বন্ধ থাকার পরে সীমিত আকারে চালু হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে জরুরি পরিষেবার ও ছোট আকারের যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি ফেরি। ফেরী চলাচলের খবরে মহাসড়কে ও ঘাট এলাকায় সোমবার থেকে কয়েকশ' পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও পার হতে পারছেনা সেসব যানবাহন।

বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বার বার ফিরে যেতে বলা হলেও এসব যানবাহন ঘাট ছাড়ছে না। বিআইডব্লিউটিসির মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নদীর স্রোত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায়, ঝুঁকি এড়াতে বহরে পাঁচটি ফেরি রাখা হলেও বর্তমানে ৪টি ফেরি চলছে। ফেরিতে ভারি কোন যানবাহন পার করা হচ্ছে না। আর রাতেও চলবেনা ফেরি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরির আকার ও সময়সীমা বাড়ানো হবে।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর