ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় কবি হেলাল হাফিজের জন্মদিন উদযাপন
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বাংলাদেশের অন্যতম আধুনিক কবি ও তারুণ্যের প্রতীক হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার কবির জন্মদিন উপলক্ষে একদল তরুণদের নিয়ে গড়ে ওঠা সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার উদ্যোগে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ‘আড্ডায় আড্ডায় কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশের’ মাধ্যমে কবির জন্মদিন পালন করা হয়। 

“তারুণ্যের হাতে বই থাকুক, নিত্য দিনের সঙ্গী হয়ে” এমন স্লোগান নিয়ে নেত্রকোনার একদল তরুণের তারুণ্য ভাবনা ফুটে ওঠে দিনব্যাপী কবির এই জন্মদিনকে ঘিরে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানটির সাথে সাথে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

সাংবাদিক ও সংগঠক আলপনা বেগমের পরিচালনায় বিভিন্ন বয়সের কবি সাহিত্যিক সাংবাদিকসহ নতুন প্রজন্মের তরুণ তরুণীদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পী নারায়ন কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, মনোয়ার হোসেন মামুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, সৈয়দা নাসরীন সুলতানা শিউলি, শিল্পী ভট্টাচার্য্য ও সুব্রত রায় টিটু। প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমু তানভীর হায়াত খান। 

জন্মদিনে কবির লেখা কবিতার পাশাপাশি অভিব্যক্তি প্রকাশ করেছেন, কবির বাল্য বন্ধু মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সরকারী শিক্ষক অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার প্রমুখ।

কবিকে নিয়ে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান তার অভিব্যক্তিতে বলেন, “আমাদের বাস্তবিক অর্থে, ইহজগতে নানাবিধ কার্যাবলী সম্পাদনের সাথে সাথে আমরা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখি, প্রাণবন্ত না রাখি, সৃষ্টিশীলতাকে চর্চা না করি, অনুশীলন না করি, আমরা যদি তরুণ প্রজন্ম থেকে প্রজন্ম গড়ে না তুলি তাহলে কিন্তু আমাদের সমাজ মৃত হয়ে যাবে, আমাদের বাচ্চারা মৃত হয়ে যাবে, আমরা কিন্তু মৃত হয়ে যাবো।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর