ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সোনাহাট স্থলবন্দরে ৫ দিন বন্ধ আমদানি-রফতানি
কুড়িগ্রাম প্রতিনিধি
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পাঁচদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত জেলার এ স্থলবন্দর দিয়ে সব ধরনের মালামাল আনা-নেওয়া বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে নতুন করে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তাকে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের অবহিত করা  হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর