ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোমরা স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
ভোমরা স্থলবন্দরে পাঁচদিন বন্ধ আমদানি-রফতানি।

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। এসময় সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল অব্যাহত থাকবে।

আমদানি-রফতানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি নওশেদ দিলয়ার রাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, আগামীকাল মঙ্গলবার শনিবার পর্যন্ত টানা পাঁচদিন আমদানি- রফতানি কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এসময় ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর থেকে বন্দরে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থল বন্দরে টানা পাঁচদিন ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর