ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পূজার ছুটি শেষে ফের হিলি স্থলবন্দরের কার্যক্রম সচল
দিনাজপুর প্রতিনিধি
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ শেষে ফের চালু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। 

রবিবার সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুই-দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সনাতন ধর্মম্বলীদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। পূজার ছুটি শেষে ফের রবিবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যাতীত সব দিনই বন্দর অভ্যন্তরে কার্যক্রম চালু ছিল।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর