ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শরীরচর্চা, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের সুবিধা সম্পর্কে জনশিক্ষা বিষয়ে কর্মশালা
জামালপুর প্রতিনিধি

‘স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের সুবিধা সম্পর্কে জনশিক্ষা’ বিষয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, মহিলা সমাজকর্মীদের নিয়ে জামালপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি) এর আয়োজনে বৃহস্পতিবার জামালপুর সিভিল সার্জান কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. বদিউল আলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, মেডিকেল অফিসার ডা. স্বাগত সাহা প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর