ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতপাখার কাছে ধরাশায়ী নৌকা ও লাঙল
অনলাইন ডেস্ক
মানিক উদ্দিন

দ্বিতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানিক উদ্দিনের হাতপাখার কাছে ধরাশায়ী হয়েছেন নৌকার প্রার্থী এনামুল ইসলাম রোকন ও লাঙল মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী মানিক উদ্দিন ২১৮৫ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম তার প্রাপ্ত ভোট ২১২৭ ও নৌকা মার্কার প্রার্থী এনামুল ইসলাম রোকন তিনি ভোট পেয়েছেন ২১২৬।

শান্তিপূর্ণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাতপাখার প্রার্থী মানিক উদ্দিন ৫৮ ও ৫৯ ভোটে লাঙল ও নৌকার প্রার্থীকে পরাজিত করে ভূরুঙ্গামারী উপজেলার ৯নং চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর