ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়ের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বাগেরহাট ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরের খানজাহান আলী রোড থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক সমিতিতে এসে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে ‘এখনই ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হোন’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন তারা। 

বাগেরহাট জেলা ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট সদর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম রবি, মোয়াজ্জেম হোসেন মজনু, ডা. এসকে মান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হওয়ার এখনই সময়। সবার উচিত এই রোগের বিষয়ে অবগত হওয়া। ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ খাদ্যাভ্যাসের উপর গুরুত্বারোপ করেন তারা। পরে ডায়াবেটিস হাসপাতাল চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস রোগ পরীক্ষার আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর