ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাউবো’র সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
অনলাইন ডেস্ক
আব্দুল আহাদ। ফাইল ছবি।

সহকর্মীকে মারধরের ঘটনায় রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে তাকে বরখাস্ত করা হয়। পাউবোর উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

ওই আদেশে বলা হয়, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রবিধানমালার প্রবিধি ৫৫(৪) অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এর আগে, বুধবার সন্ধ্যার দিকে সহকর্মীকে মারধরের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে ভুক্তভোগী রাজবাড়ী পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দেন।

ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার রাজবাড়ীতে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের অফিস কক্ষে ঢুকে চেয়ারে বসেন উপ-সহকারী প্রকৌশলী মো. রনি। একপর্যায়ে আব্দুল আহাদ তাঁর বসার চেয়ার থেকে উঠে গিয়ে মো. রনিকে গলাচেপে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসেন এবং গালাগাল করতে থাকেন। এ সময় অফিস কক্ষের এক ব্যক্তি নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর