ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটের ৪৮টি চার্চে বড়দিন উদযাপিত
বাগেরহাট প্রতিনিধি

মোংলাসহ বাগেরহাটের জেলার ৪৮টি চার্চে বড়দিন উদযাপন করেছে খ্রিস্টান সম্প্রদায়। আজ শনিবার সকালে বড়দিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিনে আলোকসজ্জা, গাছ, ফুল, নানান রংয়ের বেলুন, নকশার মাধ্যমে সাজানো হয়েছে সকল গির্জাকে।

বাগেরহাট জেলার প্রধান ক্যাথলিক চার্চে মোংলার সেন্ট পলস গির্জায় সকালে বড়দিনের উৎসবে যোগ দেন ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সেন্ট পলস চার্চের প্রধান ধর্মযাজক ডামিয়েল মন্ডল, ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা এসময়ে উপমন্ত্রীকে স্বাগত জানান। উপমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ইউএনও কমলেশ মজুমদার।

প্রধান ধর্মযাজক ডামিয়েল মন্ডল বলেন, ‘মহামারী করোনার কারণে বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সেই ধরনের সব অনুষ্ঠান উদযাপন নিরুৎসাহিত করা করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে গির্জায় প্রবশ করতে দেয়া হচ্ছে না।’

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর