ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল খুলনা দৌলতপুর পাবলা এলাকায় অকসি ড্রিংকিং ওয়াটার ও বটিয়াঘাটা দক্ষিণ মুহাম্মাদনগর এলাকায় মাসাফি ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পানি বোতলজাত এবং বাজারজাত করণ করায় অভিযান পরিচালনা করে। 

পরে জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিএস) আইন-২০১৮ এর ১৫ ধারা লঙ্ঘনের জন্য ২৭ ধারা মোতাবেক অকসি ড্রিংকিং ওয়াটারের পরিচালক মো. আনোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা ও মাসাফি ড্রিংকিং এর পরিচালক বানরগাতি এলাকার মোল্লা ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর