ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিরল প্রজাতির মেছো বাঘ আটক, তিনদিন অসুস্থ থাকার পর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
বিরল প্রজাতির মেছো বাঘ আটক, তিনদিন অসুস্থ থাকার পর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে জনতার হাতে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক হয়। এ সময় ডুলির ট্রাক থেকে পড়ে মেছো বাঘটি আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সেটিকে উপজেলা বন বিভাগের হস্তান্তর করা হয়। 

গত ২৭ ডিসেম্বর সকালে মেছো বাঘটিকে আটক করে স্থানীয় জনতা। 

জানা যায়, খাগড়াছড়ি থেকে ডুলির ট্রাকযোগে বাঘটি লক্ষ্মীপুর যাওয়ার পথে চন্দ্রগঞ্জ বাজারে লাফ দিয়ে পড়ে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে সেটি।

পরে অসুস্থ সেই মেছো বাঘকে সোনাপুর প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চিকিৎসার দেওয়া হয়। অবশেষে বুধবার সকালে সেটি মারা যায়। ময়নাতদন্ত শেষে দুপুরে বাঘটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী বনবিভাগের সদর উপজেলা কর্মকর্তা মহি উদ্দিন জানান, তিনদিন আগে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে স্থানীয়রা মেছো বাঘটিকে আটক করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। এর আগে ট্রাক থেকে পড়ে বাঘটি শরীরে আঘাত পেয়েছিল। গত দু’দিন প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সেটিকে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকালে বাঘটি মারা যায়। ময়নাতদন্ত শেষে দুপুরে বাঘটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর