ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কঠোর নিরাপত্তায় খাগড়াছড়ির ৫ ইউপিতে ভোটগ্রহণ
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার এসব ইউনিয়নে মোট ৪৯ হাজার ২শ ৫৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।  

খাগড়াছড়ি সদর, পেরাছড়া, কমলছড়ি, গোলাবাড়ি ও ভাইবোনছড়া এই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সব ইউনিয়নেই রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফলে আজ অনেকটা কঠিন চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। এছাড়া ১৪১জন সাধারণ ও ৩৯জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী দায়িত্বে কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ছাড়াও বিজিবি, র‍্যাব, একাধিক জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোটাররা ভোট দিচ্ছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর