ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চা উৎপাদন ও প্রক্রিয়াকরণে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চা উৎপাদন ও প্রক্রিয়াকরণে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা হল সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য (খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার) যুগ্ম সচিব মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা গবেষনা ইন্সটিটিউট’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা।  বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরফিন, বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।  সেমিনারে বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, চা ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর