ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা তথ্য অফিসের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভাটি হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্ত রন্জন শীল, প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম, সাংবাদিক হাসানুর রহমান, মনির হোসেন কামাল, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আহসান হাবিব ও জাফর হাওলাদার প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অবজ্ঞা, অবহেলা করা হলে নিজেকেই অস্বীকার করা হবে। আমরা যদি আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতে না চাই তাহলে বঙ্গবন্ধুকে কোনো দিন অস্বীকার করা যাবে না। যাদের মধ্য দেশপ্রেম নেই একমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে তারাই বিতর্ক সৃষ্টি করে আসছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর