ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের অবস্থান
গাইবান্ধা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গিদারী ইউনিয়নে সংঘটিত বিশৃঙ্খল ঘটনায় রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আজ বুধবার অবস্থান কর্মসূচি পালন করেছে মামলার আসামি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা জেলার নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বুকে ‘মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ও কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টার, উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী, বাদশা মিয়া ও রিপুল মিয়া প্রমুখ।   এ সময় তারা অভিযোগ করে বলেন, কোন ধরণের সংশ্লিষ্টতা না থাকার পরও কেন তাদের নামে মিথ্যা মামলা পুলিশ গ্রহণ করলো। তারা দাবি করেন অবিলম্বে তাদের এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। সেই সাথে তারা এ মামলায় যে সকল নিরীহ মানুষকে আসামি করা হয়েছে তাদের অব্যাহতি দেয়ার দাবি করেন। তারা বলেন, সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন কাউন্সিল বাজারের ঘটনায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল মাস্টার, কমিউনিস্ট পার্টির নেতাকর্মীসহ নিরীহ অনেক মানুষের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর